
সুকান্ত চট্টোপাধ্যায়,হাবড়া: জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে তৃনমূলের বিক্ষোভ মিছিল উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে।লক্ষী পুজোর দিন হাবড়ায় বিক্ষোভ মিছিলে যোগ দেন মন্ত্রী ঘনিষ্ঠ অর্ঘ্য ঘোষ সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। এই মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা তথা হাবরা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বুবাই বোস। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে খবর রাজনৈতিক মহলের ।ইডি মন্ত্রীর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে শোনা যাচ্ছে ? এই প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বুবাইয়ের দাবি মন্ত্রী ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হবে ,এমন একটা খবর কিছু মিডিয়া ও বিজেপির সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।তবে তদন্তের স্বার্থে ইডি জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব।পাশাপাশি তিনি দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পেছনে বিজেপির হাত রয়েছে ।উল্লেখ্য রেশন বণ্টন দুর্নীতি মামলায় দীর্ঘ ২০ ঘণ্টার জেরার পর বৃহস্পতিবার দুপুর রাত তিনটে নাগাদ তাকে গ্রেফতার করে ই ডি। পরে তাকে সিবিআইয়ের ব্যাঙ্কশাল আদালত ৬ ই নভেম্বর অবধি ইডি হেফাজতের নির্দেশ দেয়।