
ওঙ্কার ডেক্স: জেল মুক্তি হয়েছে। বেতন কি মিলবে ?মঙ্গলবার এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে রাজ্য বিধানসভায়। বিষয়টা হল,নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। যদিও এখন জামিনে মুক্ত তিনি। মানিক ভট্টাচার্য যখন জেলে ছিলেন বিধায়ক হিসাবে সেই সময়ের বেতন তিনি পাবেন কি ? এই প্রশ্নের উত্তর জানতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের শরণাপন্ন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।জানতে চান, মানিক ভট্টাচার্য জেলে থাকাকালীন সময়ের বেতন পাওয়ার যোগ্য কি না। বিধানসভা সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জেনারেল জানান, কারাবাসের সময়ে মাহিনা পাবেন না মানিক।
জানা গেছে, জেলে থাকাকালীন বেতনের টাকা পেতে বিধানসভায় আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। সে বিষয়ে মঙ্গলবার দীর্ঘ ক্ষণ শুনানি চলে বিধানসভায়। যদিও এখনও রায় দেননি বিধানসভার অধ্যক্ষ।এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার অনুমতি পেয়েছেন জ্যোতিপ্রিয়। অধিবেশনে যোগ দেওয়ারও অনুমতি মিলেছে। তবে জ্যোতিপ্রিয়র ক্ষেত্রেও বিধানসভার বেতন নিয়ে একই ধরনের জটিলতা রয়েছে। তবে ওই সময়ের বেতন নিয়ে তিনি এখনও পর্যন্ত কোনও আবেদন জানাননি বিধানসভায়।
উল্লখ্য, বিধায়কদের বেতন কাঠামো মূলত দু’টি অংশ থাকে। প্রথমটি মূল বেতন।আর অন্যটি ভাতা। ভাতা দেওয়া হয় বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগদানের উপরে। কারা বন্দী থাকাকালীন বেতনের থেকে ভাতার অঙ্ক বাদ গেলেও মূল বেতন প্রতি মাসেই পৌঁছে গিয়েছে বিধায়কদের অ্যাকাউন্টে। কারণ, তাঁরা কেউই ওই পদ থেকে ইস্তফা দেননি।