
গোপাল শীল, ওঙ্কার বাংলা: ছোট থেকেই আর পাঁচজন শিশুর থেকে আলাদা কাকদ্বীপের পূর্ব বাজারের সোহম বেরা। তিনি বিশেষভাবে সক্ষম এক যুবক। মানসিকভাবে ৬০ শতাংশ বিশেষভাবে সক্ষম সোহম। ভালবাসেন ছবি আঁকতে। প্রতিবন্ধকতা কাটিয়ে সেই ছবি আঁকার নেশা তাঁকে জায়গা করে দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বর্তমান স্নাতক স্তরের প্রথম বর্ষের এই পড়ুয়া পড়াশোনার পাশাপাশি আঁকেন বিভিন্ন কার্টুনের চরিত্র। সোহমের এই সাফল্যে খুশি তাঁর বাবা মা। সোহমের বাবা চন্দন বেরা জানান, ছোট থেকেই ছেলে আর পাঁচ জনের মতো ছিল না। অল্প বয়স থেকেই তাঁর চিকিৎসা শুরু করেন পরিবার। পড়াশোনার পাশাপাশি সোহমকে আঁকা শেখার জন্যও একটি স্কুলে ভর্তি করা হয়।
পাশাপাশি সোহমের মা জানান, ছেলে আজ এই জায়গায় পৌঁছবে তা তিনি কখনও কল্পনাই করেননি। তবে ছেলের সাফল্যে তিনি খুশি বলে জানান।
সোহমের প্রাপ্তিতে খুশি তাঁর শিক্ষক দেবরাজ বেরা। তিনি বলেন, সোহম অন্যদের থেকে আলাদা করে ভাবতে পারেন। শুধু তাই নয় তাঁর রঙ নির্বাচনেও স্বতন্ত্রতা রয়েছে বলে জানান তিনি।
কাকদ্বীপের মতো প্রান্তীয় দক্ষিণবঙ্গে থেকে সোহমের ভারত জয়ে স্বাভাবিকভাবেই খুশি সোহমের প্রতিবেশীরা।