
গোপাল শীল,কাকদ্বীপ:এতো দিন কোথায় ছিলেন , কাকদ্বিপে রাজনীতি করতে এসেছেন ।বৃহস্পতিবার কাকদ্বীপে এসে এমন প্রশ্নের মুখে পড়তে হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারকে। বৃহস্পতিবার কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাকে
আটকে ক্ষোভ দেখান এলাকাবাসীরা। শুভেন্দু কে তারা সরাসরি জিজ্ঞাসা করেন এতো দিন আসেননি কেনো।এখন কি রাজনীতি করতে এসেছেছেন
এরপরেই শুভেন্দু ও বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রবাসীরা।ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।তবে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বিরোধী দলনেতা।তিনি জানিয়েছেন এরা ক্ষোভ দেখালেও মৃত মৎসজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে।এবং অনুদানের ও ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য ট্রলারডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন শুভেন্দু। খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায়।ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। শেষ পর্যন্ত পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।