
প্রতীতি ঘোষ,কাকিনাড়া: তৃণমূলের নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের উদ্যোগে ৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি রামমূর্তির পুজো কাকিনাড়ায় শুরু হয় সোমবার সকাল থেকে । যাবতীয় রীতি নীতি মেনে পুজোয় বসে তৃণমূল নেতা ও তার স্ত্রী ।এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে সকাল থেকে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ।
সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয় ।প্রাণ প্রতিষ্ঠা করা হয় রাম লালার। পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পুজো ঘিরে যখন উন্মাদনায় মেতে ছিলো গোটা দেশ।তখনই উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় প্রায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করা হয় রাম মূর্তি। হোম যজ্ঞ এর মাধ্যমে সূচনা করা হয় অনুষ্ঠানের। সন্ধ্যায় করা হয় সন্ধ্যা আরতি। তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোম যজ্ঞের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় রাম মুর্তির। প্রদীপ দ্বারা নির্মিত রাম মূর্তি দর্শনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে বারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া ঘটনাস্থলে আসেন এবং সরজমিনে পুরো এলাকা ঘুরে দেখেন।প্রিয়াঙ্গু পান্ডে বলেন, সনাতন ধর্মে আজ এক পবিত্র দিন।সুপ্রিম কোটের নির্দেশে আজ অযোধ্যায় রাম মন্দিরের উদঘাটন হতে চলেছে।সেই মর্মে কাকিনাড়াতেও আজ প্রদীপ দিয়ে রামের আবক্ষ তৈরী করা হয়েছে।
এদিন কাকিনারায় আয়োজিত রাম পুজো দেখতে সকাল থেকে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ