
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলা: ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের ভদ্রকাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, তাই দুই এক দিনের মধ্যেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে ইডি। এসএসকেএম হাসপাতালে কাকুর কী কী চিকিৎসা হয়েছে! আর এখন তাঁর কী সমস্যা রয়েছে, তা ইমেল করে ইডিকে জানালো এসএসকেএম হাসপাতালের সুপার।
কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চূড়ান্ত উদ্যোগ শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কালীঘাটের কাকুর শরীরিক অবস্থা জানতে এসএসকেএম হাসপাতালের সুপারকে তলব করল তদন্তকারী সংস্থা। বুধবার তাঁর বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও সশরীরে হাজিরা দেননি তিনি। বদলে ইমেলে ইডি আধিকারিকদের প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দুই এক দিনের মধ্যেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে ইডি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ভদ্রকাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, ইডি জানতে চায় কী সমস্যা নিয়ে গত অগাস্টে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজয়কৃষ্ণ? কী কী চিকিৎসা হয়েছে তাঁর? আর এখন তাঁর কী সমস্যা রয়েছে? ইমেলে নথি পেয়ে সেই নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।