
ওঙ্কার ডেস্ক:রিলস বানাতে গিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে।পুলিশি তদন্তে জানা গেছে রিলস বাড়ানোর সময় আচমকাই নাকি ছুটে যায় গুলি। আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই স্কুল পড়ুয়ার। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সাফি আলী। গুলিতে মৃত অষ্টম শ্রেনীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সাফি।তদন্তকারী পুলিশ কর্তা জানান সেভেন এম এম পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল ও তার বন্ধু সাফি রিলস তৈরি করছিল।তারপরই এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে। সেই সময় বাড়িতে সামিউল ও তার বন্ধু সাফি আলী নিয়ে বাড়িতে ছিল।। সেভেন এমএম পিস্তল নিয়ে খেলা করছিল। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপরই প্রতিবেশীরা সামিউলের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পান। দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষনা করেন। মাথায় বুলেটের চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্য দানা বাধে। আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ কর্তারা।সাপেক্ষ।