
ওঙ্কার ডেস্ক:মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মেনে নিয়ে লড়াইয়ে নামা উচিত।” ইন্ডিয়া” জোট কে এমনই পরামর্শ দিলেন সাংসদ কল্যান বন্দোপাধ্যায় ।রবিবার শ্রীরামপুর আর এম এস ময়দানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠান হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না,সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়,মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। কল্যাণ বন্দোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের ও ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন। তিনি বলেন, সারা দেশের সমস্ত বিরোধী দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজনৈতিক লড়াই করা উচিৎ। এই প্রসঙ্গে সাংসদ আরও বলেন, ইগো ছেড়ে মুখ্যমন্ত্রীকে দেশের প্রাধান বিরোধী মুখ তৈরি করা উচিৎ। দেশের সমস্ত দল যদি একসঙ্গে পাশে দাঁড়ান তবে নরেদ্র মোদীকে হারানো যাবে। বাংলার উপ নির্বাচনের ৬ টি আসনে জয় লাভ করায় তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই। তিনিই বাংলার মানুষের ভবিষ্যৎ। আগামী দিনে বিরোধী দল আর থাকবে না।