
হুগলি, সুনন্দা দত্ত : ভোট যত এগিয়ে আসছে, ততই চরছে রাজনীতির পারদ. উত্তর থেকে দক্ষিণ, প্রচারে ব্যস্ত প্রার্থীরা. পাশাপাশি বিরাম নেই আক্রমণ-প্রতি আক্রমণেও. ভোটের মুখে ইতিমধ্যেই দুবার বঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী. দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কড়া নিশানা করেছেন তৃণমূল সরকারকে. জেলায় জেলায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রীও. সেখান থেকে মোদির আক্রমণের জবাব দিয়েছেন তিনি. আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়.
সোমবার সকালে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় জনসংযোগ সারেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘দেশের মানুষকে বোকা বানিয়েছেন মোদি’। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কল্যাণ আরও বলেন, ‘এখনও সময় আছে, বেনারস ছেড়ে বাংলা থেকে নির্বাচনে লড়াই করুন’