
সুনন্দা দত্ত, হুগলি : কাঠফাটা রোদ! চৈত্রে মাসেই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর. এদিকে, দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন. তাই প্রচার তো চালাতেই হবে. শনিবার সকালে হুগলির কোন্নগরে প্রচার করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়. হাতিরকুল লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ. সেই প্রচার এসে থামে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরের কাছে।
এই গরমে অবিরাম প্রচারপর্ব চালিয়েও কীভাবে সুস্থ রয়েছেন, প্রশ্ন করা হলে কল্যাণ বলেন, ‘মানুষের মুখের হাসি দেখেই সব কষ্ট দূর হয়ে যায়’। পাশাপাশি, জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল প্রার্থী. তিনি বলেন, ‘বাউন্ডারি মারব. দেড় লক্ষের বেশি ভোটে জিতব’