
শান্তনু পান, ওঙ্কার বাংলা: ব্রিটিশ আমল থেকে বসবাস। অথচ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিল ৩০০ পরিবারকে উচ্ছেদের জন্য। যা নিয়ে আতঙ্কে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, স্বাধীনতার আগে থেকেই তাঁদের পূর্ব পুরুষ এই গ্রামে বাস করতেন। কিন্তু তাঁদের জায়গাকে প্রতিরক্ষা মন্ত্রক নিজেদের বলে দাবি করে নোটিশ পাঠায়। ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিশে। তবে নোটিশ পেলেও নিজেদের ভিটে ছাড়তে চাইছেন না স্থানীয় গ্রামবাসীরা। বাড়ি ছেড়ে তাঁরা কোথায় যাবেন, সেই প্রশ্ন তুলছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আচমকা বাড়ি ও দোকান ছাড়ার নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। যদি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বাসিন্দাদের উচ্ছেদ করে, তবে সেক্ষেত্রে প্রশাসনের তরফে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক মধুমিতা মুখার্জী। আতঙ্ক, ভয় আর সংশয় নিয়ে এখন দিন কাটছে কমলা গ্রামের মানুষের। প্রশাসনের তরফে এখন কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার।
ভিডিও দেখুনঃ-