
প্রতীতি ঘোষ, কামারহাটি:পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার কামারহাটি পুর সভায় কর্মরত ১৮ জন কর্মচারীদের তলব করল সিবিআই ।। আগামী 31 তারিখ থেকে তাদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই এর অফিসে । ২০১৪ সালের পর থেকে কামারহাটি পৌরসভায় যে সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়েছে তাদের মধ্য থেকেই ১৮ জনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে , তাদের বয়ান রেকর্ড করা হবে সূত্রের খবর । তারা টাকার বিনিময় পৌরসভায় চাকরি পেয়েছেন কিনা, টাকা দিয়ে থাকলে সেই টাকার পরিমানই বা কত, কাকে টাকা দিয়েছেন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর । । এই বিষয় কামারহাটি পৌরসভা পৌরপ্রধান গোপাল সাহা বলেন, ১৮ জনকে ডেকে পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চললে এরকম সমস্ত পৌরসভা থেকেই ডেকে পাঠানো হবে । তদন্তকারী আধিকারিকদের সবরকম সহায়তার জন্য সবসময় প্রস্তুত কামারহাটি পৌরসভা ।
মূলত ২০১৪ সাল থেকেই অয়নশীলের সংস্থার মাধ্যমে বিভিন্ন পৌরসভায় চাকরিপ্রার্থীদের নিয়োগ হয় । মনে করা হচ্ছে সেই কারণেই ২০১৪ সাল থেকে নিয়োগ করা
চাকরিপ্রার্থীদের কে ডাকা হয়েছে।