
অনুসুয়া সিনহা, দূর্গাপুর: কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের মলানদিঘী ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আজও কাঁচা।। সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। পানীয় জল আনতে যেতে হয় অনেকটাই দূরে ।তার উপর আবার রাস্তায় নেই আলো,অন্ধকার নামলেই বাড়িতে ঢুকে যায় সাপ, । কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চ্যাংদোলা করে হাসপাতালে নিয়ে যেতে হয়। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর খুঁজে পাওয়া যায়না নির্বাচিত সদস্যদের। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার সকালে কাদা রাস্তাতে দাঁড়িয়েই বিক্ষোভে দেখালেন এলাকাবাসীরা। নীলা লোহার নামের বিক্ষোভকারী মহিলা বলেন,”পঞ্চায়েত নির্বাচনের আগে হাত জোড় করে সদস্যরা এলাকায় আসতো। পাকা রাস্তা, পথবাতি আর পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিত। কিন্তু আজ তাদের খুজে পাওয়া যায় না।এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষ বলেন,”দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের কি উন্নয়ন হচ্ছে। দ্রুত রাস্তা নির্মাণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”তবে গ্রাম পঞ্চায়েত প্রধান পাকুমনি সরেন বলেন,”স্থানীয়রা আমাদের কাছে রাস্তার জন্য দাবি জানিয়েছেন। আমরা ঐ এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি পথবাতি এবং পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা করব।”তবে পঞ্চায়েত প্রধানের কথাতে সন্তুষ্ট নন গ্রামবাসীরা।তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন।