
অনুসুয়া সিনহা,আসানসোল:
স্থানীয়দের কারখানায় কাজ দেবার দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসীরা। মালিকপক্ষের অভিযোগ প্রবেশদ্বার বন্ধ থাকার ফলে থমকে যায় কারখানার উৎপাদন।টানা পাঁচ ঘণ্টা কাজ বন্ধ থাকার পর , ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। আন্দোলন হটাতে গেলে পুলিশের সাথে শুরু হয় আন্দোলনকারীদের বচসা। এরপরেই ৫০ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ । তারপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। আন্দোলনকারী বিপ্লব গো বলেন,”যখন এই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার। বহু বছর পেরিয়ে গিয়েছে অনেকেই কাজ পায়নি।
কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিংহ বলেন,”মাঝে মাঝেই এইরকম বিক্ষোভের জেরে আমাদের কারখানার চরম ক্ষতি হচ্ছে। আমরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এই বিষয়ে বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা কটাক্ষ করে বলেন,”এটাই বাংলার পরিস্থিতি। এই সরকার না কৃষিকে ভালোবাসে না শিল্পকে ভালোবাসে একটাই ভালোবাসে তোলাবাজি।”
প্রসঙ্গত শুধু কাজের দাবীই নয়,এই কারখানার জন্য এলাকার চাষের জমি,পুকুর এবং ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।