
প্রদীপ মাইতি, কাঁথি: ফোকলা মুখের মিষ্টি হাসি, শিশুদের সম্পর্কে এই কথা অনেকেই বোলে থাকেন, কারণ জন্মের সময় তাদের মুখে দাঁত থাকে না। কিন্তু এই ঘটনা একেবারেই বিরল। কারণ এক্ষেত্রে দাঁত নিয়েই জন্ম হয়েছে এক শিশুর।আর নবজাতকের মুখে দাঁত দেখে রীতিমত অবাক শিশুর পরিবার থেকে চিকিৎসক সকলেই। তবে ভয়ের কিছুই নেই এবিষয়ে, শিশুটির দাঁতটি তুলেও ফেলা হয়েছে। দাঁতের কারণে মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে যেমন সমস্যা হবে। অন্যদিকে দাঁতের সাথে জিভের ঘষা লেগে জিভে আলসার হতে পারে সেকারণে শিশুর দাঁতটি তুলে ফেলা হয়েছে। সাধারণত তিন থেকে সাড়ে তিন হাজার শিশুর মধ্যে এমন একটি ঘটনা দেখা যায় বলেই জানা যাচ্ছে। কাঁথির বিশিষ্ট দন্ত্ চিকিৎসক ডক্টর রাহুল সাউ বলেন শিশুটি জন্ম নেয় দাঁত সহ। এতে ভয়ের কোন কারণ নেই। দাঁত তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ কাঁথিতে এইরকম ধরনের ঘটনা বিরল। চিকিৎসকের মতে এই ধরণের সমস্যার সমাধান হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দাঁত তুলে ফেলা। তবে এই দাঁত তুলে ফেললে ভবিষ্যতে নতুন দাঁত গজানোর ক্ষেত্রে কোন সমস্যা হয় না বলেই জানিয়েছেন চিকিতসক।তবে এই ঘটনা যে সত্যিই অবাক করা তাতে কোনো দ্বিমত নেই।