
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত মুগবেড়িয়াতে রয়েছে দ্যা R C M স্বপ্নীল ক্যারাটে স্কুল। গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের বিনামুল্যে আত্মরক্ষার কৌশল হিসাবে শেখানো হয় ক্যারাটে। আর এখানে ক্যারাটে শিখে দেশ বিদেশের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্কুলের ছাত্র ছাত্রিরা। ন্যা শনাল, ইন্টারন্যাখলনাল ও BSF এর আয়োজনে ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয় হয়ে সোনা,রুপা ব্রোঞ্জ এর মেডেল জিতে গ্রামের মুখ উজ্জ্বল করছে ক্যারাটের ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, এই স্কুলের পরিচালনা করেন সন্দীপ মাইতি ও তাঁর স্ত্রী. নিজের খরচে এই স্কুল চালান তাঁরা। সন্দীপ বাবু জানান, করোনাকালে লকডাউনের সময় থেকেই এই সংস্থা শুরু করেন তাঁরা
ক্যারাটে প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়. আগামী দিনে এই সংস্থাকে আরো বড় করার চিন্তাভাবনা রয়েছে সন্দীব বাবুর. তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে অভিভাবক অভিভাবিকারা।