
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধ ঘর থেকে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার ।ঘরের দরজা খুলে প্রথমে গলা কাটা অবস্থায় দেখতে পান নিহত যুবকের স্ত্রী। মৃত যুবকের নাম সামসের আলি। দেহ উদ্ধার করে কড়েয়া থানার পুলিশ। প্রমাণ লোপাট করতে দুস্কৃতিরা এলাকার সিসিটিভি ফুটেজ নষ্ট করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বছর আটত্রিশের সামসের আলি নামের এক যুবককে তার বাড়ি থেকে গলা কাটা রক্তাক্ত অবস্থায়, পাওয়া যায় ঘটনার তদন্ত করছে কয়ড়া থানার পুলিশ। ঘরে ঢুকে গলার নলি কেটে খুন করা হয়েছে এবং সিসিটিভি ভাংচুর করা হয়েছে শামসের আলী এমন টায় পুলিশ সূত্রে খবর। ব্রাইট স্ট্রিটের ঘটনা। পরিবারের সূত্রের খবর ওই ঘরে একাই থাকতেন সামসের আলী। এবং তার পাশের আরেকটি ঘরেই তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা থাকতো। আজকে যখন তাকে তার স্ত্রী ডাকার জন্য যায় তখন দেখে দরজা ভেতর থেকে বন্ধ। তবে ঠিক আছে একটি চাবি থাকাই তিনি যখন দরজা খুলে ভেতরে চান তখন রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে কয়ড়া থানার পুলিশ পৌঁছেছে। ঘটনাস্থলে কলকাতা পুলিসের হোমিসাইড এবং সাউথ ইস্ট ডিভিসনের ডিসিপি ভোলানাথ পান্ডে।