
শেখ এরশাদ, কলকাতা: কসবায় স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম শেখ শান। কসবার একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ঐ ছাত্রের সোমবার একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। তবে প্রজেক্ট এর খাতা সঙ্গে নিয়ে যায়নি ওই পড়ুয়া। যার ফলে ক্লাসের দুই শিক্ষিকার কাছে বকুনি খেতে হয় ওই পড়ুয়াকে। তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর শেখ শান ক্লাস থেকে বেরিয়ে যায়। কেন সে সময় স্কুলের নিরাপত্তা রক্ষীরা তার গতিবিধির দিকে নজর দিলোনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ শানের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ প্রথমে স্কুল থেকে বলা হয়েছিল শেখ
শান সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, মুকুন্দপুর এর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালে পৌঁছানোর পর ওই পড়ুয়ার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি পাঁচ তলা থেকে পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার কথা। তবে শেখ শানের শরীরের কোথাও কোন চোটের চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তবে এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ ঘটনাকে কেন্ভাদ্কর করে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে।