শেখ এরশাদঃ ওঙ্কার বাংলা, তিল থেকে তাল। বাড়ির সামনে রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করায় যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খোদ কলকাতার কসবার বৈকুন্ঠপুরে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত সোয়া ১০টা নাগাদ। অভিযোগ এলাকারই বাসিন্দা সৌমিত মণ্ডল কসবা বৈকন্ঠ ঘোষ রোডের উপর নোংরা আবর্জনা ফেলছিলেন। তখন তাকে বাধা দেন স্থানীয় ক্লাবের সদস্যদরা। নোংরা ফেলার প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ প্রয়শই রাস্তার ধারে নোংরা আবর্জনা ফেলেন তিনি। এরপরই স্থানীয় ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত যুবক সৌমিত। স্থানীয় এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুবার গুলি চালানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কসবা থানার পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন কসবা থানার পুলিশ আধিকারিকরা। পরে বুধবার অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার আদালতে পেশ করে পুলিশ।