
ওঙ্কার ডেস্ক : সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের ওপরে হামলার অভিযোগ উঠেছে। কখনও উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, কখনও মালদা, কখনও আবার উত্তর দিনাজপুরের চোপড়া. বাংলার দিকে দিকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে. গত সপ্তাহে উত্তরবঙ্গের চোপড়ায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ. একইদিনে জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ করে গুলি চলার ঘটনা সামনে আসে.
এরই মাঝে এবার এ নিয়ে সরব হলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী. সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তুলে ধরেন গত এপ্রিলের একটি ঘটনা.
ব্যারাকপুর কমিশনারেটের ট্র্যাফিক ডিপার্টমেন্টে কর্মরত সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়। কৌস্তভা বলেন, ‘গত ৩০শে এপ্রিল, ২০২৪ রাত ১১টা নাগাদ ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও তৃণমূল নেতা রমেশ সাউ ও তার পুত্র তৃণমূল নেতা বিমল সাউয়ের নেতৃত্বে ২০-২৫ জনের গুন্ডা বাহিনী সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়’. তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে ও উর্দি পড়া অবস্থায় রাস্তায় ফেলে তাকে মারধর করে। এমনটাই অভিযোগ কৌস্তভের. তিনি আরও বলেন, ‘তিন মাস হয়ে গেলেও রমেশ সাউ, তার পুত্র ও তার দলবলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি. এই রাজ্যে সাধারণ মানুষ, বিরোধী দলের সমর্থক তো দূর কি বাত, রাজ্যে পুলিশও নিরাপদ নয়’।