
সঞ্জয় রায়চৌধুরী,কলকাতা: কেদারনাথ ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোর। নিখোঁজ যুবকের নাম বিজয় মল্লিক।বয়স ৩০ বছর। বাড়ি পাতিপুকুর এলাকায়। পরিবার সূত্রে খবর, ১২ ই জুলাই কেদারনাথের উদ্দেশ্যে একাই বাড়ি থেকে বের হয় বিজয় মল্লিক। ১৬ তারিখ শে বাড়ি ফেরার ট্রেন ধরেন সে। ১৭ তারিখ বারোটা নাগাদ বাড়ির লোকের সঙ্গে কথা হয় তার। পরিবারের লোক তাকে ২৫০০ টাকা ফোন পে করে। তখন নিখোঁজ যুবক উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্টেশনে। তারপরে ঘটে বিপর্যয়। তারপর থেকে তাকে আর ফোনে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে মুরাদবাদ, বারেলি, রামপুরহাট GRP এর সাথে যোগাযোগ করেন। কোন সন্ধান দিতে পারেনি রেল পুলিশ। এরপর লেকটাউন থানার দ্বারস্থ হয় যুবকের পরিবার। তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ। এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যুবকের। পরিবারের পক্ষ থেকে দুটো ফোন নম্বর দেওয়া হয়েছে।
8100435739,
8100096303