
সায়ন মাইতি ,কেশিয়াড়ি:আইনি জটিলতায় দীর্ঘ পাঁচ বছর কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করতে পারেনি কোন রাজনৈতিক দলই। ২৩ শের নির্বাচনের পর অবশেষে সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো তৃনমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই বোর্ড গঠন নিয়ে কঠোর পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে আঁটোসাঁটো ছিল কেশিয়াড়ি। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন উত্তম শীট ও সহ সভাপতি হয়েছেন দেবেন হাঁসদা।
বোর্ড গঠনের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। আবির খেলায় উঠতে দেখা যায় তাদের,এবং কেশিয়াড়ি বাজার জুড়ে মিছিলও করেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। সবমিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বিঘ্নে সম্পন্ন হল কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন।