
নিজস্ব প্রতিনিধিঃ অনেক সময় দেখা যায় ভোটের আগে জনপ্রতিনিধিরা বা রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দেন। তবে ভোট কেটে গেলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপায়ণ হয় না। কিন্তু এ যেন এক অন্য চিত্র দেখা গেল কেশপুরে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কেশপুর ব্লকের ১৫ নম্বর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসটিকরি গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল। এলাকায় বেশ কয়েকটি নলকূপ থাকলেও তা বেহাল অবস্থায় পড়ে রয়েছিল। বারবার পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামবাসী। কোন সূরাহ না হওয়ায় নদী থেকে জল এনে খেয়ে জীবন যাপন করছিল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে নদীর জল খেতে খেতে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন তারা। ভোটের আগে হঠাৎ একদিন বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। আর সেই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। তারপর নড়ে চড়ে বসে কেশপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসনকে উক্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেন। অবশেষে কেশপুর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন বিভাগ এর তৎপরতায় কেশপুরের কাপাসটিকরি গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা হয়।পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত রঞ্জন গরাই বলেন, কেশপুর পঞ্চায়েত সমিতি সব সময় মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা আমাদের নৈতিক কর্তব্য ও দায়িত্ব।গ্রামের মানুষ দীর্ঘদিন পর পানীয় জল পেয়ে অনেকটায় খুশি। গ্রামে পানীয় জলের ব্যবস্থা হওয়ায় পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন বিভাগ কে ধন্যবাদ জানিয়েছে তারা। পাশাপাশি দাবী জানিয়েছে এলাকার খারাপ রাস্তাগুলি দ্রুত সারিয়ে দেওয়ার।