
সায়ন মাইতি, পশ্চিম মেদিনীপুর: বুধবার কালীঘাটের বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুর ২নং ব্লকের সভাপতি হিসেবে পুনরায় তৃষিত মাইতির নাম ঘোষণা করেছেন। পাশাপাশি এলাকায় গোষ্ঠী কোন্দল মিটিয়ে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন নেত্রী। তাঁর নির্দেশের ২৪ ঘন্টাও কাটেনি, তার আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকে গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। ব্লক সভাপতিকে না জানিয়ে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগদান করিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগ উঠল খড়্গপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা গেছে, খড়্গপুর ২ নং ব্লকের ভাটাচক বুথের নির্দল পঞ্চায়েত সদস্যকে বৃহস্পতিবার দুপুরে মাদপুর দলীয় কার্যালয়ে যোগদান করানো হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন ব্লক তৃণমূলের সভাপতি তৃষিত মাইতি।
লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল রাজনৈতিক মহল ।