প্রদীপ মাইতি, খেজুরী:ব্যাপক উত্তেজনার মধ্যে শেষ হলো খেজুরি-২ নং পঞ্চায়েত সমিতির ভোট দান পর্ব। অবশেষে সাংসদ শিশির অধিকারীর ভোটে ৯ টি স্থায়ী সমিতি দখল করলো বিজেপি। জয়লাভের পর শিশির অধিকার বলেন হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ন ভাবে ভোট হয়েছে।উন্নয়নের পক্ষে ভোট হয়েছে।উল্লেখ্য এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ছিল ১৫টি । তার মধ্যে বিজেপি পায় ৯টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় ৮ টি , বিজেপির ৭টি । খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়।কিন্তু গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গন্ডগোল বেঁধে যায় এলাকায়।বোমাবাজি ও হয় এলাকায়।, শিশির অধিকারি গাড়ি ভাঙচুর করার ও অভিযোগ ওঠে । সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশ ফের ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করার প্রস্তুতি শুরু করা হয় । সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলাশাসকের দপ্তরে। ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। ভোট দিতে আসেন শিশির অধিকারী সহ অন্যান্য ভোটদাতারা।অবশেষে শিশির অধিকারীর নির্ণায়ক ভোট নটি স্থায়ী সমিতি গঠন করে বিজেপি।