
প্রদীপ মাইতি ,পূর্ব মেদিনীপুর:আগামী লোকসভা নির্বাচনে তৃনমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করবেন প্রবীণ বাম নেতারা খেজুরির জনসভা থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী।শনিবার খেজুরির জনসভায় শুভেন্দু বলেন এই এলাকায় অনেক প্রবীণ বাম নেতা রয়েছেন যারা তৃনমূলের সঙ্গে লড়াই করতে চান।তারা গোপনে আমার সঙ্গে যোগাযোগ করছেন।এবং আগামী লোকসভা নির্বাচনে তারা বিজেপির হয়ে লড়াই করবেন।
এছাড়াও শুভেন্দু বলেন , বিধানসভায় তাকে সাসপেন্ড করার জন্য মমতা দায়ী, এবং তৃণমূলকে লোকসভায় পরাজিত করে এর বদলা নিতে চান তিনি।
উল্লেখ্য প্রথমে পুলিশের পক্ষ থেকে এই জনসভার অনুমতি দেওয়া না হলেও ,হাইকোর্টের নির্দেশে এই জনসভা করা হয় । তবে এদিনের জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।