
শেখ এরশাদ, কলকাতা : আর.জি কর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ছাত্র সংগঠনের ডাকে নবান্ন চলো অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ পথে নেমেছে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন দাবী তুলেছেন দোষীদের চরম শাস্তির। তবে এবার ছাত্র সমাজের দাবি পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। সেই দাবিতেই মঙ্গলবার নবান্ন অভিযান ছাত্র ছাত্রীদের। এই অভিযানকে কেন্দ্র করে যথেষ্ট সতর্ক পুলিশ প্রশাসন। এদিন খিদিরপুর মাজারে কাছে দেখা গেল আটোসাটো প্রস্তুতি পুলিশের। তার পাশাপাশি মাইকে বার্তা দিয়ে শান্তিপূর্ণ অভিযান করার অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফে।