
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর: লক্ষী পূজোর দিনের সকালে পূর্ব মেদিনীপুরের ডেবরা টোল প্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনা।মৃত ৫, জন ফুল চাষী সহ মোট ৬ জন।! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায় । জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকা থেকে দেউলটির ফুল মার্কেটে ফুল নিয়ে যাওয়ার জন্য একটি ছোট গাড়িতে ফুল লোড করা হচ্ছিল। সে সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ওই ফুল ভর্তি গাড়িটিকে ধাক্কা মারে। এই ঘটনায় পাঁচ জন ফুলচাষি সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে পর্যন্ত জানা গিয়েছে। দেহ গুলি ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সাত সকালের এই ঘটনা য় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।