
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ কেন্দ্রীয় প্রতি মন্ত্রী জন বারলা এবং নিশীত অধিকারী সহ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনন্ত মহারাজ কে হত্যার চক্রান্ত চলছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে নতুন ভিডিও বার্তা দিলেন কামতা পুর লিবারেশন অর্গানাজেশন (KLO) প্রধান জীবন সিংহ। ভিডিও বার্তায় KLO প্রধান জীবন সিংহ ফের পৃথক রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলের দাবী জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে নিষিদ্ধ জঙ্গী সংঠন KLO চিপের বার্তাতে চাঞ্চল্য তিস্তা তোর্ষা পারের রাজনীতিতে।
রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে যখন উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে চলছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার। সেই সময় একের পর এক ভিডিও বার্তা দিয়ে চলেছেন, কামোতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা)। আর এই ভাইরাল ভিডিওকে ঘিরেই উত্তরবঙ্গকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চলের ভাবনার যে নৌকো তার পালে হাওয়া লাগছে নতুন করে।
সম্প্রতি কোনো এক অজ্ঞাত স্থান থেকে জারী করা এক ভিডিও বার্তায় এই জঙ্গী প্রধানকে আশঙ্কা প্রকাশ করে বলতে দেখা যাচ্ছে, কংগ্রেসের অত্যাচার থেকে কোচ কামতাপুরের জনগন বামফ্রন্ট কে ক্ষমতায় এনেছিলো, সেই বামফ্রন্ট ও কোচ কামতা পুরি দের ওপর দমনপীড়ন চালায় দেখে মানুষ তৃনমূলকে ক্ষমতায় নিয়ে আসে, কিন্তু এই টিএমসি সরকার কোচ কামতাপুরের জনগণের ওপর দলীয় এবং পুলিশি সন্ত্রাস করে যাচ্ছে, বলে দাবি KLO প্রধান জীবন সিংহ
পুলিসের সামনে কোচ রাজবংশী সম্প্রদায়ের গর্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশিত প্রামাণিকে গুলি করে হত্যার চেষ্টা যখন করতে পারে, তখন এই টিএমসি জন বারলা, অনন্ত মহারাজ এমনকি জীবন সিংহ কেও হত্যা করতে পারে।
এবার নতুন ভিডিও বার্তায় KLO জঙ্গী সংগঠনের প্রধান জীবন সিংহের মুখ থেকে এটাও এবার শোনা যায়, কোচ কামতাপুরের জনগণের স্বার্থে পৃথক রাজ্য নয়তো কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য লড়াই চলবে।