
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
ময়নাগুড়ির এক গ্রামে আয়োজিত সভার মধ্য দিয়ে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের লিংম্যান দের সংগঠন “নারি মঞ্চ সমন্ময় কমিটি”। নারি সমিতির সভাপতি জোৎস্না রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সমগ্র কামতাপুর বাসীর সঙ্গে প্রতারণা করেছেন l এর প্রতিবাদে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ বন্ধ করে দেব l এবং হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি বিজেপির এম এল এ ও এম পির বাড়িতে ধর্নায় বসবো।লিঙ্ক ম্যান নারী সমন্বয় মঞ্চের এই হুঙ্কারের মাঝেই কে এল ও নেতা জীবন সিংয়ের একটি ভিডিও প্রকাশ করা হয়।এই ভিডিও তে জীবন সিংকে বলতে শোনা যায় যে সরকার ৭৬ বছর ধরে কামতাপুরের জনগণের সঙ্গে বিশ্বাঘাতকতা করেছে।এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার নিউজ