
শেখ এরশাদ,কলকাতা: হকারদের পরিচয় পত্র দিতে হবে।এই দাবিতে সোমবার কলকাতায় মিছিল করে অল বেঙ্গল হকার্স ইউনিয়ন। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
রাজ্যব্যাপী হকার উচ্ছেদ রুখতে সমস্ত হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে । ২২ শে জুলাই নগর উন্নয়ন মন্ত্রীকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে অল বেঙ্গল হকার্স ইউনিয়ন। বেলা ১২ টা নাগাদ লেনিন মূর্তির পাদদেশ এ জমায়েত করেন তারা।তাদের মূল দাবি ২০১৪ অনুযায়ী হকারদের পরিচয় পত্র দিতে হবে। প্রশাসন হকার উচ্ছেদের নামের হকারদের পসরা যেভাবে লুট করেছে তা অবিলম্বে ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে। এই দাবি নিয়েই সোমবার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এর কাছে ডেপুটেশন জমা দেন তারা।