
সোমনাথ মুখোপাধ্যায়,কলকাতাঃ পাটনায় বসতে চলেছে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক। আগামী ১০ ডিসেম্বর বৈঠকে উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে বৈঠকে যোগ দেবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় পরিষদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিম। ২০১৮ সালের পরে গত বছর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নবান্নের পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের মতো এবারও পাটনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। কিন্তু ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি পরিবারিক অনুষ্ঠান রয়েছে। তাই তিনি বৈঠকে থাকতে পারবেন না, বলে সূত্রের খবর। রাজ্য সরকারের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার এই বৈঠকে যোগ দিতে পটনা যাচ্ছেন।