
নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে তৈরি হচ্ছে নতুন মিষ্টি হাব । আর মিষ্টি হাবের জন্য মাত্র ১ টাকায় ২০ কাঠা জমি দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মিষ্টি শিল্পের প্রসারের জন্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মিষ্টি হাবের নামকরণও করেছেন। নাম দিয়েছেন ‘মিষ্টান্ন’।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি মিষ্টি হাবের জন্য রাজ্য সরকারের কাছে ১০ কাঠা জমি চেয়েছিল। তাদের এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “আপনারা ১০ কাঠা চেয়েছেন, আমরা ২০ কাঠা দেব। চেষ্টা করব ১ টাকায় দিতে।”অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি হাবের নাম করণ করেন ‘মিষ্টান্ন’।