
অমিত কুমার দাস, কলকাতাঃ দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
৭০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন সৌরভ দত্ত। গত বছরের জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাটিকে সংযুক্ত করার আবেদন জানান তিনি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। নতুন আবেদন করার অনুমোদন দেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম।
প্রসঙ্গত, দুর্গাপুজোর আয়োজনে প্রথমে ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করে তৃণমূল সরকার। পড়ে ২৫ থেকে ৫০, তারপর ৫০ থেকে ৬০ হাজার হয়ে বর্তমানে অনুদানের পরিমাণ বেড়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। বিগত বছরগুলিতে রাজ্য সরকারের অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত।