
অমিত কুমার দাসঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অপসারিত অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বিরুদ্ধে নতুন করে মামলা হয় আদালতে। যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষ ছিলেন মানিক। কিন্তু কোনও নিয়ম না মেনেই তিনি কলেজের অধ্যক্ষ পদে বসেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়। অধ্যক্ষ হিসেবে পাওয়া মানিকের সব বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এমনকি ইউজিসি’র নির্ধারিত যোগ্যতা না থাকায় গতকাল অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা সহ আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাঁর অফিসে তালা বন্ধ করে দেওয়ার জন্য স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুনন্দা। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।