
সোমনাথ মুখোপাধ্যায়ঃ শনিবার সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন। হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে ধোঁয়া দেখা যায়। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে কালো ধোঁয়া দেখতে পান কর্মীরা। আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতাল কর্মী, রোগী এবং রোগীর পরিবারের লোকজনের মধ্যে। আতঙ্কিত হয়ে, হাসপাতাল থেকে বেরোনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।