
অমিত দাস, কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ডিসেম্বরের বেতন দেওয়ার আগে সবাই নোটিশ পেয়েছেন এই মর্মে স্বাক্ষর করিয়ে নিতে হবে।
বুধবার এজলাসে বিচারপতি বলেন, মামলা বিচারাধীন রয়েছে কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। বিচারতি নির্দেশ দেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় গ্রুপ – সি, গ্রুপ – ডি, নবম – দশম এবং একাদশ – দ্বাদশের সব শিক্ষক – অশিক্ষক কর্মীকে এবিষয়ে নোটিশ দিয়ে অবগত করতে হবে। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিচারপতি দেবাংশু বসাক আরও নির্দেশ দেন, রাজ্য এবিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন, যিনি হলফনামা দিয়ে জানাবেন যে এই প্রক্রিয়া সম্পূর্ন হয়েছে কিনা।