তামসী রায় প্রধান, কলকাতাঃ পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটে অনুমোদন দিল রাজ্যপাল। বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে রাজভবনের অনুমোদনের বিষয়টি জানাল সিবিআই। তবে পার্থ চট্টোপাধ্যায় বাদে বাকি পাঁচ অভিযুক্তের চার্জশিটে অনুমোদন পাওয়া যায়নি বলে সূত্রের খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ রাজনীতি। আদালতের নির্দেশে তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একে একে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শাসক দলের বিধায়ক মাণিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা , শাসক দলের বহিষ্কৃত যুব নেতা সহ আরও অনেকে। গতবছর জুলাইয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে তাঁকে সিবিআই-ও গ্রেফতার করে। তৈরি করা হয় চার্জশিট।
কিন্তু গ্রেফতারির সময় রাজ্যের শিল্প ও বানিজ্য দফতরের মন্ত্রী ছিলেন পার্থ। আইন অনুযায়ী মন্ত্রী গ্রেফতার হলে চার্জশিটে রাজ্যের রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন। কিন্তু সিবিআই চার্জশিট তৈরি করলেও তাতে রাজভবনের অনুমোদন মিলছিল না। ফলে চার্জশিট গ্রহণ করছিল না আদালত। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানায় অনুমোদন দিয়েছে রাজভবন।