
ভর সন্ধ্যায় চাঁদনি মার্কেট চত্বরে অগ্নিকাণ্ড। চাঁদনি মার্কেট সংলগ্ন ম্যাডান স্ট্রিটের একটি বেসরকারি অফিসে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ই-মলের পাশে পাঁচতলা ৮ নম্বর ম্যাডান স্ট্রিট বাড়িটি ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’। এই হেরিটেজ ভবনের সবচেয়ে উপরের তলে আগুন লাগে।
বর্তমানে ভবনটি চাঁদনি চকের এলআইসি বিল্ডিং নামে পরিচিত। প্রাথমিক আনুমান এসি থেকেই আগুন লেগেছে। ওই বহুতলের গুদামে ছিল বৈদ্যুতিন তার। দাহ্য পদার্থ হওয়ায় আগুন কিছুটা হলেও ভয়াবহ রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।