
সুমন গঙ্গোপাধ্যায়, কলকাতাঃ বড়দের দিন শেষ, এবার পালা ছোটদের। অর্থাৎ বড় দের পর এবার ছোটদের সিনেমা। আগামী ২৫ জানুয়ারী থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শনিবার এই শিশু চলচ্চিত্র উৎসবের সূচি ঘোষনা করলেন তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। শিশু কিশোর একাডেমীর উদ্যোগে এই শিশু চলচ্চিত্র উৎসবে নন্দন-১, নন্দন-২, নন্দন-৩ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও রবীন্দ্র তীর্থ সহ মোট ৮ টি জায়গায় এই উৎসব হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন শিশু কিশোর একাডেমীর চেয়ারম্যান অর্পিতা ঘোষ। ইন্দ্রনীল সেন বলেন, ” ৫ দিনের এই শিশু চলচ্চিত্র উৎসবে রাশিয়া, চীন, ইরান, জার্মানী, মেক্সিকো, বাংলাদেশ সহ মোট ৩০ টি দেশের ১১০ টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে আমাদের দেশের ৩২ টি ছবি আর এর মধ্যে ১৩ টি সিনেমা দেখানো হবে।”
এছাড়াও আরও বেশ কিছু চমক থাকছে এই চলচ্চিত্র উৎসবে। কি তা? শিশু কিশোর একাডেমী’র চেয়ারম্যান অর্পিতা ঘোষ বলেন,” এই প্রথমবার বাচ্চাদের তৈরী মোবাইল ফিল্ম দেখানো হবে, পাশাপাশি ‘হাতে কলমে সিনেমা’ অর্থাৎ প্রতিদিন এই উৎসবে আসা প্রতিনিধিদের সিনেমার ইতিহাসের পাশাপাশি ক্যামেরা, এডিটিং, পোস্ট ও প্রি- প্রোডাকশনের কাজ হাতে কলমে শেখানো হবে।” বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন ও তপন সিনহাকে।