
নিজেস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। চিনার পার্ক’র দশদ্রোণে একটি বহুতলে আগুন। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলটির চারতলায় গেঞ্জি কারখানা রয়েছে। সেখানে আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ। ঘণ্টাখানেক কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। কীভাবে ওই গেঞ্জি কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গেঞ্জি কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেই মনে করা হচ্ছে। ওই গেঞ্জি কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।