
সাধনা মিস্ত্রী, কলকাতা: শনিবার ভোর রাতে ভবানীপুরে ভেঙে পড়ল এক বিপজ্জনক বাড়ি। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি। সূত্রের খবর, এক ব্যাক্তি এই বাড়িটিতে থাকতেন। বরাত জোরে রক্ষা পায় ওই ব্যক্তি। ইতিমধ্যে তাঁকে উদ্ধার করা হয়েছে।
কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে অবস্থিত বাড়িটিতে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শ্যুটিং করেছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা অসীম বসু। তিনি জানান, হতাহতের সংখ্যা নেই। নিরাপত্তার কথা মাথায় রেখে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে গোটা এলাকা জুড়ে। পুরো জায়গাটি পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।