
নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত নির্মলা বন্দ্যোপাধ্যায় নোবেল বিজয়ী প্রফেসর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে X হ্যান্ডেলে পোষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এদিন সকালে মা কে দেখতে কলকাতায় আসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে তাকে স্বগত জানান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।