
শিল্পা নাথ: শুক্রবার কলকাতা দুর্গাপূজো কার্নিভালে অংশগ্রহণ করছে মোট ১০১ টি দুর্গাপূজা কমিটি। যার মধ্যে রয়েছে কলকাতার ৮৮ টি দুর্গা প্রতিমা ও হাওড়ার ১৩ টি প্রতিমা।
কার্নিভালের জন্য বৃহস্পতিবারে মধ্যরাত থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। একাধিক রাস্তায় চলবে না গাড়ি। ২৭ তারিখ রাত বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এজেসি বোস রোড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডলফিন রোড, রেড রোড, লাভার্স লেন দিয়ে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। দুপুর তিনটের পর ওই রাস্তা দিয়ে প্রতিমাবাহী গাড়িও চলাচল করতে পারবে না। খিদিরপুর রোডে দুপুর থেকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
শুক্রবার সকাল ১১:৩০ টা থেকে ১২টা-র মধ্যে পূজা কমিটিগুলিকে রেড রোডের কাছাকাছি আসতে হবে। প্রতিটি পুজোকমিটি সর্বাধিক তিনটি ট্যাবলো নিয়ে যেতে পারবে এবং শোভাযাত্রায় ৫০ জন থাকার অনুমতি পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর জন্য কোনো উপহার আনতে বারণ বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু কার্নিভাল। হোস্টিংস এর দিক থেকে পুলিশ প্রশাসনের নজরদারিতে এক এক করে রেড রোডে ঢুকবে পূজা কমিটির ট্যাবলো গুলি। রেড রোড হয় সেগুলি যাবে ইডেন গার্ডেন্স এর দিকে যাতে সহজে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করা যায়। কোন পূজো কমিটি চাইলে সেখান থেকে ট্যাবগুলো নিজেদের ঠিক করা ঘাটে বা এলাকায় নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা করে দেবে পুলিশ প্রশাসনই।