
নিজস্ব সংবাদদাতা : ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড । বৃহস্পতিবার সকালে কলকাতার পরিত্যক্ত একটি বাড়িতে আগুন লাগে । ঘটনাটি ঘটেছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে । জনবহুল এলাকায় আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে সাড়ে ছ’টা নাগাদ হাজরার কাছে একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরাতে দেখা যায় । পরে সেই ধোঁয়া সারা এলাকায় ছড়িয়ে পরতেই দমকলে খবর দেওয়া হয় । দমকলের দুটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা । ততক্ষণে একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে যায় নিমিষের মধ্যে ।ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশও।
কিন্তু এখন একটাই প্রশ্ন পরিত্যক্ত বাড়িতে কী করে আগুন লাগল? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট । তবে এই উত্তর পাওয়ার আশায় তদন্ত চালাচ্ছে পুলিশ ।