
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে মহিলাদের সমান পুরুষদের ছুটি দিতে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। এক ব্যক্তি র করা মামলার এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এত দিন মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারাজীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পেতেন।
পুরুষরা পেতেন ৩০ দিন।
হাইকোর্ট এই রায়ের ফলে এবার পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে। আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইড লাইন ফ্রেম করতে হবে বলেও নির্দেশ কোর্টের। প্রসঙ্গত, পুরুষদের এই ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় মামলায়।