
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢোলাহাট কান্ডে কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে পুলিশ। ঢোলাহাট কান্ডে যুবকের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। আদালতের নির্দেশে তথ্যপ্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করা দরকার। আর তাই দ্বিতীয় ময়না তদন্ত করা জরুরি। শনিবারের মধ্যে এই দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যেসব গাইডলাইন মানতে হয় সেসব মানতে হবে। ভিসেরার নমুনা সিএফএস এল হায়দ্রাবাদে পাঠাতে হবে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট ২২ জুলাই আদালতে পেশ করতে হবে। মৃতের কাকা সহ পরিবারের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থানার আই সি থানায় দায়িত্বে থাকলেও এই তদন্তে কোনো ভাবে যুক্ত থাকতে পারবেন না। এদিন মামলার শুনানিতে ঢোলা হাটে পুলিশের হেফাজতে মারধর ও পরে ওই যুবকের মৃত্যুতে তড়িঘড়ি থানার আইসি ও ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে FIR করলো পুলিশ।