
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নার্ভের সমস্যায় অসুস্থ ভোট কর্মী। তাঁকে ভোটের কাজ থেকে অব্যহতি দিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, মামলাকারীর অসুস্থতা জনিত সমস্ত নথি খতিয়ে দেখে জেলাশাসককেই এর সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নার্ভের সমস্যায় অসুস্থ ভোট কর্মী বিক্রম মণ্ডল। তাঁর অভিযোগ, তিনি স্নায়ু জনিত গুরুতর রোগে ভুগছেন। দক্ষিণ ২৪ পরগনার ভোটের ডিউটি দেওয়ার আগেই তিনি তাঁর শারীরিক পরিস্থিতি সংক্রান্ত তথ্য জমা দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে। কিন্তু তারপরও তাঁকে ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।