
ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশে অশান্তির প্রতিবাদে কলকাতায় ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ ডিসেম্বর কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি নিয়েছে খোলা হাওয়া নামের এক সংগঠন। সেই সমাবেশের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
প্রসঙ্গত বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন সেদেশের সংখ্যালঘুরা। বিক্ষোভের আঁচ এসে পড়েছে এপার বাংলায়ও। কলকাতার রানি রাসমনি অ্যাভিনিউতে সভা করার জন্য অনুমতি চেয়েছিল খোলা হাওয়া নামের সংগঠনটি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভার অনুমতি দিলেও জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করা যাবে না। শুধু তাই নয় সভা থেকে সরকারি কর্মীদের উপর হামলা করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত৷ অপ্রীতিকর কিছু ঘটলে আদালত আগামী দিনে এমন ধরনা ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ।
বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে খোলা হাওয়া সংগঠনটি আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করতে চায়। সেনাবাহিনীর তরফে আগামী ৫ তারিখে অনুমোদন মেলায় খুশি আয়োজকরা।