
অমিত কুমার দাস, কলকাতা:জাতীয় সঙ্গীত অবমাননা মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। ১৭ ই জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।এদিন বিচারপতি ২৯ শে নভেম্বরের বিধানসভার ভিডিও ফুটেজ দেখেন। বিচারপতি বলেন, ক্যামেরার ফুটেজে তিনি শুধুমাত্র শাসক দলের ফুটেজ দেখতে পাচ্ছেন।আর কারো জমায়েত দেখতে পান নি। তাহলে বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীত শুনতে পাবেন কি করে ? – প্রশ্ন বিচারপতির। ওটা অন্য ক্যামেরায় আছে। – সওয়াল রাজ্যের।
একটি ক্যামেরায় দুটি জমায়েত যদি দেখাই না যায় তাহলে শোনার প্রশ্ন কি করে ওঠে ? অভিযোগের স্বপক্ষে প্রাথমিক তথ্য প্রমাণ দেখা যাচ্ছে না। -এই মন্তব্য করেন বিচারপতি। জাতীয় সঙ্গীতকে অস্ত্রের মত ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি। এদিনও এই মামলার জন্য আদালতের সময় নষ্ট হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি।